কিভাবে ফেসবুক মেসেঞ্জারে নাইট মুড ব্যাবহার করবেন। Facebook Messenger Hidden Dark Mode
বর্তমানে ফেসবুক তাদের মেসেঞ্জারে ডার্ক মুড ব্যাবহার করার জন্য টেস্টিং করছে। তবে যারা Iphone এ IOS 13 ব্যাবহার করছেন তারা যদি তাদের মেসেঞ্জার লেটেস্ট ভার্সন ব্যাবহার করেন তবে তারা Dark Mode পেয়ে গিয়েছেন। Activate করার জন্য সেটিং চেক করেন। কিন্তু Android এ এখন ও এটা টেস্টিং এ রয়েছে।
তবে আপনি যদি এটা একখনই ব্যাবহার করতে চান তবে নিচের Step ফলো করুন এবং আপানর চোখ বাচান।
১। প্রথমে Google Play Store থেকে Facbook Messenge App টি কে লেটেস্ট আপডেট দিয়ে নিন।
২। আপনার যেকোনো Friend কে ? (moon) ইমুজি পাঠান এবং ইমুজিতে ক্লিক করুন।
৩। এরপর আপনি Messenger এর সেটিং এ যান।
৪। And Enable Your Drak Mode and Enjoy Night Chating.
যদি এই Step গুলা ফলো করার পর ও যদি Dark Mode Enable না হয়, তবে আপনি Messenger টা বন্ধ করে আবার চালু করুন।
আপানর মোবাইলে এ যদি Supper Amoled Display থাকে তবে আপনি সবচেয়ে বেশি সুবিধা পাবেন। কেননা এতে করে আপনার ফোন গরম কম হবে এবং ব্যাটারি চার্জ বেশি থাকবে।