এন্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি রিকভার করুন। Recover the Deleted Photo of Android Phone
এন্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি রিকভার করুন। Recover the Deleted Photo of Android Phone
অনেক সময় ভুল বশত আমারা আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ ছবি ডিলিট করে দেই, যাতে করে আমাদের পরে অনেক আফসোস হয়। কিন্তু আপনি চাইলে সেই ছবি গুলো আবার পুনরায় রিকবার করতে পারেন আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এবং এই জন্য আপানার ফোনকে রুট করার প্রয়োজন নেই। তবে যদি আপানর ফোন রুট থাকে তবে আপনি এই কাজ টি আরো সহজেই করতে পারবেন।
কিভাবে আপনার এই কাজ টি করবেন তা জানার জন্য এই পোস্ট টি বিস্তারিত পড়ুন।
১। যখন কোন ইমেজ ভুলে ডিলেট করে দেন এর পর আপনার ফোনের মেমরি কার্ড টি ব্যাবহার করা বন্ধ করে দিন (যেমন এর পর আপনি ফোন দিয়ে ছবি এবং ভিডিও করবেন না, কারন এতে করে রিকভারির সময় আপনি ছবি টি খুজে নাও পেতে পারেন।
২। এর পর গুগল প্লে স্টোর ওপেন করুন।
৩। প্লে স্টোর এ সার্চ করুন DiskDigger Photo Recovery অথবা এখানে ক্লিক করুন
৪। ইন্সটল করুন এবং ওপেন করুন এবং Start Basic Photo Scan এ ক্লিক করুন।
৫। এইবার কিছু সময় অপেক্ষা করুন এবং দেখবেন যে আপনার ফটো গুলো রিকোবার হওয়া শুরু হচ্ছে।
৬। সম্পূর্ণ Scan কপ্লিট হয়ে যাবার পর আপানার ইচ্ছে মত প্রয়জনীয় ইমেজ গুলো সিলেক্ট করুন এবং Recover এ ক্লিক করুন।
৭। Save the file to a custom location এ ক্লিক করুন।
৮। ওপরের কোনায় Recent এ ক্লিক করুন এবং SD Card সিলেক্ট করুন।
৯। এবার আপানর SD Card থেকে যেকোনো একটি Folder এ সিলেক্ট করে দিন দেখবেন যে আপানর ওই ফোল্ডারে সব ছবি গুলো সেইভ হয়ে যাবে।
১০। এই স্টেপ ফলো করে আপনি আপনার ছবি গুলো আবার পুনরায় ফিরে পেতে পারেন।